হোম > সারা দেশ > শরীয়তপুর

মুহুর্মুহু বোমাবাজিতে শেষ হলো গোসাইরহাটের ভোটগ্রহণ

গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ভোটগ্রহণ আজ রোববার সকাল থেকে সুষ্ঠুভাবেই চলছিল। তবে বেলা ৩টার দি‌কে বহিরাগত লোক কে‌ন্দ্রে প্রবেশ করেছে এমন অভিযোগে উপ‌জেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়‌ার্ডের মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষ বা‌ধে। মুহুর্মুহু বোমা বিস্ফোরিত হতে থা‌কে চার‌দি‌কে। এই হামলায় চারজন আহত হন। আহতদের ম‌ধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার আকস্মিকতায় দিগ্‌বিদিক ছোটাছুটি ক‌রতে থা‌কেন ভোটারগণ। প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পৌনে ৪টার দি‌কে শেষ মুহূর্তে কেন্দ্রের ভেতরে আট‌কে পড়া ভোটারগণের ভোট নি‌য়ে শেষ করা ভোটগ্রহণ।

৫নং ওয়া‌র্ডের সদস‌্য প্রার্থী মো. জামাল আহ‌মেদ জানান, সকাল থে‌কেই পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কাল‌কি‌নি থানার ব‌হিরাগত লোকজন ফুটবল প্রতীকের ফ‌রিদ আহ‌মেদের পক্ষে এই এলাকায় এসে জড়ো হতে থাকে। এ বিষয়টি সকা‌লে ওসি সাহেবকে জানানো হয়।‌ তিনি পু‌লি‌শের টিম পাঠা‌লে তখন পরিস্থিতি স্বাভা‌বিক হয়। তবে দুপু‌রের পর পুনরায় বহিরাগতরা কেন্দ্রে ঢু‌কে ‌বিশৃংখলা সৃ‌ষ্টির চেষ্টা ক‌রে।  

স্থানীয় ভোটার মো. আতাহার হো‌সেন বলেন, বড় বড় রামদা, ব‌্যাগভ‌র্তি বোমা নি‌য়ে হামলা চালানো হয়। তারা ১০ থেকে ১২ টি বোমার বিস্ফোরণ ঘটে। আমরা জঙ্গলের ভেতর দি‌য়ে দৌড়াইয়া পালাই।  

মলংচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে বহিরাগতদের সংযোগ রয়েছে এমনটাই বলছেন স্থানীয়রা।  ঘটনার সঙ্গে সঙ্গে আমি ইউএনও স‌্যার‌কে ফোন ক‌রে জানাই। সঙ্গে সঙ্গে তি‌নি স্ট্রাইকিং ফোর্স পাঠান।

সংঘর্ষের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্রাইকিং ফোর্স বিজিবি-পুলিশ নিয়ে আমরা চলে এসেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫