হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া এনায়েত উল্লাহ (২৪) উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে। আহত লিটন মিয়া (৪২) একই এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বজ্রপাতে হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

এনায়েত উল্লাহর প্রতিবেশী মো. দ্বীন ইসলাম বলেন, আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এনায়েত উল্লাহ নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে তাঁদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। 

দ্বীন ইসলাম আরও বলেন, গুরুতর আহত লিটন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এনায়েত উল্লাহ এক মাস আগে পার্শ্ববর্তী মাওরা গ্রামে বিয়ে করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা