হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আপাতত পরিবর্তন হচ্ছে না ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান ৬০ টাকা বাসভাড়া এখনই পরিবর্তন হচ্ছে না। পূর্ব নির্ধারিত নন এসি বেসরকারি বাসে ৬০ টাকা, বিআরটিসি ডাবল ডেকারে ৫০ টাকা, হিমাচলে ৫৫ টাকা এবং শীতল এসি বাসে ৮০ টাকাই নির্ধারিত থাকবে। 

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলা প্রশাসন, বিআরটিএ, বাস মালিক ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সঠিক দূরত্ব পরিমাপের পর আবার সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা। 

ইসমত আরা বলেন, ‘আপাতত দুই একদিন বর্তমান ভাড়াতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস চলাচল করবে। এই রুটের দূরত্ব পরিমাপের পর আমরা সবাইকে নিয়ে আবারও বসব। তখন এই রুটের বাস ভাড়া চূড়ান্ত করা হবে।’ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শামসুল কবির, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক  রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলীসহ বিভিন্ন পরিবহনের মালিকেরা। 

সভায় যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক  রফিউর রাব্বী বলেন, হানিফ ফ্লাইওভার হওয়ার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের আগের থেকে কমে এসেছে। এর ফলে ২ টাকা ৪০ পয়সা হারে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া কোনোভাবেই ৫০ টাকার বেশি আসে না। 

তবে বাস মালিকদের পক্ষে রওশন আলী বলেন, ইউ টার্নের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব আগের চেয়ে বেড়েছে। আমাদের হিসাব অনুযায়ী বাস ভাড়া বর্তমানে ৬০ টাকা। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব