হোম > সারা দেশ > ঢাকা

বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদান ঠেকাতে ফটকে তালা দিয়ে ছাত্রলীগের পাহারা

প্রতিনিধি

বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।

ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।

আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।

কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬