হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৩ 

নগরকান্দা ও ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫) ও তাঁর মেয়ে তাবাস্সুম আক্তার (১০) ও নিহত মাইনুদ্দিন শালা ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর (১৫)। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাইনুদ্দিন তাঁর মেয়ে ও শালাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীতমুখী ঢাকাগামী স্টার এক্সপ্রেসের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং ১০০ মিটার দূরে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তিন মোটরসাইকেলের আরোহী মারা যায়। 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বাসটি জব্দ করে আগুন ধরিয়ে দেন। এতে বাস ও এর নিচে থাকা মোটরসাইকেল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। 

ওসি আরও বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তাই তাঁদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির