হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৩ 

নগরকান্দা ও ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫) ও তাঁর মেয়ে তাবাস্সুম আক্তার (১০) ও নিহত মাইনুদ্দিন শালা ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর (১৫)। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাইনুদ্দিন তাঁর মেয়ে ও শালাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুনসুরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীতমুখী ঢাকাগামী স্টার এক্সপ্রেসের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং ১০০ মিটার দূরে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তিন মোটরসাইকেলের আরোহী মারা যায়। 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বাসটি জব্দ করে আগুন ধরিয়ে দেন। এতে বাস ও এর নিচে থাকা মোটরসাইকেল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। 

ওসি আরও বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তাই তাঁদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা