হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁ থানার সাবেক ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও উপপরিদর্শকের (এসআই) সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল। 

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ‘২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে বাসা থেকে তুলে সোনারগাঁ নিয়ে যায়। সে সময় থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক আমাদের নির্যাতন করে। একপর্যায়ে তারা স্বপনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।

‘ঘটনার পর স্বপন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমি সাক্ষী না দেই, সে জন্য আমার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে তাদের দুজনের বিরুদ্ধে এই মামলা করি।’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত বলেন, ‘২০২০ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলা করা হয়। মামলাটি আদালত জুডিশিয়াল তদন্তের জন্য পাঠান। তদন্তের প্রতিবেদন আসার পর আদালত মামলাটি আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। দেশের প্রচলিত আইনে কেউ আইনের ওপরে নয়—সেই বার্তা দেওয়ার জন্যই এই মামলা করা হয়।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন