হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁ থানার সাবেক ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও উপপরিদর্শকের (এসআই) সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল। 

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ‘২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে বাসা থেকে তুলে সোনারগাঁ নিয়ে যায়। সে সময় থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক আমাদের নির্যাতন করে। একপর্যায়ে তারা স্বপনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।

‘ঘটনার পর স্বপন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমি সাক্ষী না দেই, সে জন্য আমার বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে তাদের দুজনের বিরুদ্ধে এই মামলা করি।’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল কান্তি দত্ত বলেন, ‘২০২০ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলা করা হয়। মামলাটি আদালত জুডিশিয়াল তদন্তের জন্য পাঠান। তদন্তের প্রতিবেদন আসার পর আদালত মামলাটি আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। দেশের প্রচলিত আইনে কেউ আইনের ওপরে নয়—সেই বার্তা দেওয়ার জন্যই এই মামলা করা হয়।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই