মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তসচিব শহীদুল্লা খন্দকার। এ ছাড়া অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কর্নার নির্মাণের জন্য রাজউককে ধন্যবাদ জানিয়ে এর মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এদিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে রাজউক কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, রাজউকের প্রধান ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল।