হোম > সারা দেশ > ঢাকা

পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুটি মাদকের মামলায় বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মো. বাকি বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। 

রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় প্রত্যেক মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে পিয়াসার পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করেন। দুই মামলায় পিয়াসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

গত ৬ আগস্ট তিনটি মাদকের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় পিয়াসাকে। এর মধ্যে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানা গেছে। 

গুলশান থানায় দায়ের করা মাদকের মামলায় গত ২ আগস্ট তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬০০টি ইয়াবা। এ ছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় গত ২ আগস্ট মামলা হয়। 

এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। 

অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। 

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার