হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইছহাক মিজি নামের এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আজ রোববার ভোরে ফতুল্লার কোতালেরবাগ রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইছহাক মিজি (৪৫) চাঁদপুর জেলার মতলব উপজেলার নায়েরগাও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন ইজিবাইকচালক।

অন্যদিকে আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ইছহাকের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন তিন-চারজন লোক দাঁড়িয়ে আছেন। আর একজন মাটিতে পড়ে আছেন। তাঁদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, হত্যার ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। তাঁর সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এই হত্যা, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন