নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগুনে ১০টি টিনশেড ঘর ও একটি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকার ডেমরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঘুমিয়ে থাকা অবস্থায় আক্তার হোসেন (৩৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিক কামাল হোসেন জানান, আজ বিকেলে আগুনে তাঁর ১০টি টিনশেড ঘর ও একটি মুদিদোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাড়াটিয়ারা কাঁচপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।