হোম > সারা দেশ > ঢাকা

কোকেন চোরাচালান: পেরুর এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয়ংকর মাদক কোকেন চোরাচালানের দায়ে পেরুর এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। 

পেরুর ওই নাগরিকের নাম জেইমি বার্ডলেস গোমেজ। রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবার রায় ঘোষণার পর সাজা-পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয় তাঁকে। 

একই মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় তাঁদের। যদিও ওই দুজন পলাতক রয়েছেন। তাদের গোমেজের সহযোগী হিসেবে মামলায় উল্লেখ করা হয়।

আদালত রায়ে বলেছেন, আসামির হাজতবাস মোট সাজা থেকে বাদ যাবে। আবার আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দুই কেজি ৩০০ গ্রাম কোকেনসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। 

একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে আটজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন। 

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার