হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে যাত্রা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের হোমে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। তারপর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। 

স্টেশন মাস্টার আবুল হোসেন আরও জানান, ঢাকায় কোন ইঞ্জিন না থাকায় ময়মনসিংহ থেকে অন্য একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। এতে লাইন ক্লিয়ার হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চাপাই ট্রেন ও টঙ্গী স্টেশনে ঢাকা ছেড়ে আসা একতাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তিনি আশা করছেন বিকেল ৪টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

রেলওয়ে ঢাকা অঞ্চলের রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, আউটার সিগন্যালে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু