হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে যাত্রা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের হোমে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। তারপর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। 

স্টেশন মাস্টার আবুল হোসেন আরও জানান, ঢাকায় কোন ইঞ্জিন না থাকায় ময়মনসিংহ থেকে অন্য একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। এতে লাইন ক্লিয়ার হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা চাপাই ট্রেন ও টঙ্গী স্টেশনে ঢাকা ছেড়ে আসা একতাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তিনি আশা করছেন বিকেল ৪টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

রেলওয়ে ঢাকা অঞ্চলের রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, আউটার সিগন্যালে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির