হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি