হোম > সারা দেশ > ঢাকা

প্রেসক্লাবে ব্যবসায়ীর আত্মহত্যা: হেনোলাক্স এমডির বিরুদ্ধে মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেনোলাক্সের মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে করা আত্মহত্যায় প্ররোচণার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

মামলাটির তদন্তভার পেয়েছে ডিবির রমনা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কশিনার (ডিসি) আজিমুল হক। তিনি বলেন, ‘গতকাল মামলাটি আমাদের হাতে এসেছে। আসামি বুঝে নিয়েছি। তাঁদের রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’

গতকাল বুধবার আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত সোমবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাঠে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার ব্যবসায়ী গাজী আনিস। মঙ্গলবার ভোর সোয়া ৬টায়  ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই নজরুল ইসলাম শাহবাগ থানায় আত্মহত্যায় প্ররোরচনার অভিযোগে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন এবং তাঁর স্ত্রী ও কোম্পানির পরিচালক ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন।

রাজধানীর উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তারের পর গতকাল র‍্যাব জানায়, এই দম্পতির কাছে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকাসহ হেনোলাক্স কোম্পানির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা পাওনা ছিল গাজী আনিসের। বারবার তাগাদা দিয়েও টাকা না পেয়ে উল্টো হেনোলাক্স কর্তৃপক্ষের মানসিক অত্যাচারের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে র‍্যাব।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন