হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মণ্ডপ থেকে ফিরে অসুস্থ আরও এক কিশোরীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

পূজামণ্ডপ থেকে ফেরার পরদিন অসুস্থ স্বপ্না বাওয়ালী (১৭) নামের এক কিশোরীকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনের ব্যবধানে তিন তরুণীর মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্বপ্না বাওয়ালী চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। স্বপ্না চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘোরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে তাদের কাছে মদ পানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ওই মেয়ের বড় চাচা আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তাঁর ভাতিজি মারা গেছে। ওই মেয়ে পূজায় ঘুরতে বের হয়ে রাতে বাসায় ফেরে। পরদিন পেটে ব্যথা হলে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে, শুনেছি মেয়েটি মদ খেয়েছিল।’ 

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আব্দুল গফফার আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে শনিবার শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে মারা যান। কাদের সঙ্গে, কখন তাঁরা এই মদ পান করেন, সে রহস্যও এখনো জানা যায়নি।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ