হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৮)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

স্টেশনমাস্টার ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ৯৯ আপ চাপাই কমিউটার ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পৌঁছালে রেল লাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামের তিনজন ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূরুন্নবী ও মাসুদ চিকিৎসাধীন রয়েছেন।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, চাঁপাই কমিউটার ট্রেনের ছাদ থেকে তিন যাত্রী পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে