হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর বাইমাইল এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মুকুট মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানা-পুলিশ। আজ মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মুকুট মিয়া কুড়িগ্রাম জেলার সাদুয়া মারহাট এলাকার মো. রওশন আলীর ছেলে। তিনি মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান। তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছেন।

জানা যায়, ওই কিশোরী মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করার কারণে দিনের বেলায় কিশোরী বাসায় একা থাকত। গ্রেপ্তারকৃত মুকুট মিয়াও তাঁদের পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। এ সুযোগে মুকুট মিয়া কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এ ঘটনা জেনে কিশোরীর পরিবার বাড়িওয়ালার কাছে নালিশ জানায় এবং বাড়িওয়ালা অভিযুক্তকে সাবধান করে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে মুকুট মিয়া স্থানীয় কাদের মার্কেটে এলাকায় বাসা ভাড়া নিয়ে চলে যান। তারপরেও সে ওই কিশোরীর সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করত। পরবর্তীতে গত ৫ জুলাই মুকুট মিয়ার স্ত্রী বাসায় না থাকায় ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। কিশোরীর পরিবার নিরুপায় হয়ে মুকুট মিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু বিয়েতে সে রাজি না হলে স্থানীয়দের সহায়তায় আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

জিএমপি কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার শুভাষ ধর বিষয়টি নিশিত করে বলেন, মামলার পরে মুকুট মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরেই তাঁকে আদালতে হাজির করে পুলিশ। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা খাতুনের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃত মুকুট মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, আদালতে ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক