হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছে আরও তিনজন। রায়ে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) এবং একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকায় শিশুটিকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। শিশুটি বাড়ি ফিরে বাবা মাকে জানায়। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনা মেনে নিতে না পেরে পরবর্তীতে শিশুটি আত্মহত্যা করে। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন