হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছে আরও তিনজন। রায়ে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) এবং একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকায় শিশুটিকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। শিশুটি বাড়ি ফিরে বাবা মাকে জানায়। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এই ঘটনা মেনে নিতে না পেরে পরবর্তীতে শিশুটি আত্মহত্যা করে। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে দুজনকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু