হোম > সারা দেশ > ঢাকা

‘আমি তাদের পাপেট নই’, মা-বাবার সঙ্গে আপস করলেন সেই তরুণী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামলার বাদী মেহরীন আহমেদ। ছবি: সংগৃহীত

শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।

এদিকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মামলাটি খারিজ করে দেন।

রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরীন আহমেদ গত ২২ জুন এই মামলা করেছিলেন। পরে তাঁর মা-বাবাকে আদালত তলব করলে ১০ জুলাই মামলার শুনানি হয়।

শুনানির সময় ১৯ বছর বয়সী মেহরীন মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রতিনিয়ত শারীরিক-মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তাঁরা মানসিক হাসপাতালে ভর্তি করান। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।...আমি আমার সুরক্ষা চাই। আমি জাস্টিস চাই।’

বাদী আরজিতে আরও বলেন, তিনি প্রাপ্তবয়স্ক হলেও মা-বাবা তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।

শুনানির পর আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। আজ মেহেরীন ও তাঁর মা-বাবা আদালতে হাজির হন।

মেহেরীন এ সময় আদালতকে জানান, মা-বাবার সঙ্গে তাঁর আপস হয়েছে। তিনি আর এই মামলা চালাতে ইচ্ছুক নন। পরে আদালত মামলাটি খারিজ করেন।

মেহেরীনের আইনজীবী সুমাইয়াদ শাহরিয়ার মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপসমূলে মামলা খারিজ করা হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব