হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিএনপি ও ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ দুপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আবুল কাসেম, জামপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মো. আমজাদ হোসেন লতিফ, বৈদ্যের বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবী হোসেন, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আনসার মিয়া, বারদী ইউনিয়ন যুবদল নেতা মো. শামীম মিয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আবুল হোসেন। 

এ ছাড়া রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ছাত্রশিবিরের কর্মী হাফিজুর রহমান ও মিরাজ মাহমুদ, সুখেরটেক এলাকা থেকে মাহমুদুল হাসান এবং পশ্চিম বেহাকৈর এলাকা থেকে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। পাশাপাশি নেতা-কর্মীদের বাড়ির নারী সদস্যসহ তাঁদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। 

আজহারুল ইসলাম বলেন, ‘আগামীকাল শনিবার ঢাকার মহাসমাবেশকে ঘিরে ভীতি ছড়াতেই এই গ্রেপ্তার করছে পুলিশ। দ্রুত পুলিশের এমন আচরণ বন্ধের দাবি জানান তিনি। গ্রেপ্তার নেতা-কর্মীদের সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মামলায় বিএনপি ও ছাত্রশিবিরের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু