গোপালগঞ্জের বেদগ্রামের গৃহবধূ জাকিয়া মল্লিক হত্যা মামলার রায় আগামী ২৭ জানুয়ারি। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
চাঞ্চল্যকর হত্যা মামলায় আজ যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান জাকিয়া বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় জাকিয়ার বাবা গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এ ছাড়া এহসান সুজন, আনিচুর ও হাসান শেখকে মামলাটিতে আসামি করা হয়।
মামলাটি তদন্ত শেষে পুলিশ এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।
এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।