বঙ্গবাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে শুরু করে নিউ সুপার মার্কেট, এর বাইরেও পরপর অল্প ক্ষতির কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটে গেল রাজধানীতে। আগুন লাগার এসব ঘটনায় রাজনৈতিক কোনো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তদন্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে বলে মন্ত্রী আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তবে কোনো রাজনৈতিক দলের নাম প্রকাশ করেননি মন্ত্রী। তিনি বলেন, ‘অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের এই কমিটি খুব শিগগির প্রতিবেদন জমা দেবে।’
৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬ এপ্রিল গঠিত হয় এই কমিটি। কমিটিকে বলা হয়েছে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খুঁজে বের করতে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সংস্থার কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বলা হয়েছে কমিটিকে। আর অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশও করবে তারা।
ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, বিজিবি, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এই কমিটির সদস্য।