হোম > সারা দেশ > ঢাকা

আগুনের ঘটনা রাজনৈতিক নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে শুরু করে নিউ সুপার মার্কেট, এর বাইরেও পরপর অল্প ক্ষতির কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটে গেল রাজধানীতে। আগুন লাগার এসব ঘটনায় রাজনৈতিক কোনো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

তদন্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে বলে মন্ত্রী আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। 

তবে কোনো রাজনৈতিক দলের নাম প্রকাশ করেননি মন্ত্রী। তিনি বলেন, ‘অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের এই কমিটি খুব শিগগির প্রতিবেদন জমা দেবে।’

৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬ এপ্রিল গঠিত হয় এই কমিটি। কমিটিকে বলা হয়েছে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খুঁজে বের করতে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সংস্থার কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বলা হয়েছে কমিটিকে। আর অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশও করবে তারা। 

ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, বিজিবি, রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এই কমিটির সদস্য।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে