হোম > সারা দেশ > গাজীপুর

‘জুলাই’ নিয়ে কটূক্তি, আরেক শিক্ষার্থীকে পুলিশে দিল সহপাঠীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ‘গণ-অভ্যুত্থান’ নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরেক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় গতকাল ‎বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

‎আটক ‎ওই শিক্ষার্থী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত বুধবার একই অভিযোগে মাদ্রাসাটির ‘তিতুমীর হল’ থেকে আলিম পরীক্ষার্থী মেজবাহ উদ্দিনের চুল কেটে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গতকাল রাতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই’ আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য, একটি মেসেঞ্জার গ্রুপে অশালীন ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার সঙ্গে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মেসেঞ্জারে যোগাযোগের বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মাদ্রাসার শরীয়ত উল্লাহ হলের ১০০৪ নম্বর রুমে ওই শিক্ষার্থীকে আটকে রাখে অন্য শিক্ষার্থীরা। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের নেতা-কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নেয়।

‎তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী তাকে আটক করে আমাদের জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দিই। পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজ ‎‎শুক্রবার বিকেলে বলেন, ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করত। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর নির্দেশ দেন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব