গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া ও ছাতিরবাজার এলাকায় নৌকা প্রতীকের দুটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ৪০ কর্মীর বিরুদ্ধে মামলা করছে নৌকা প্রতীকের প্রার্থী।
আজ সোমবার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান মো. ফরিদ আহমদ সরকারের (আনারস) প্রার্থীর নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ইউনিয়নের দুটি নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দুটি অফিস পুড়িয়ে দেয়। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। আইনের মাধ্যমে আমি ন্যায় বিচার দাবি করছি।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদ আহমদ সরকার বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এলাকায় নৌকার সমর্থকেরা আমার পোস্টার লাগাতে দেয় না। তাঁর নিজেরাই নিজেদের নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে আমার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ইতি মধ্যে আমার ওপর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছি।’
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গগত, গত ১ জানুয়ারি তেলিহাটি ইউনিয়নের ছাতিরবাজার এবং সাইটালিয়া বাজারের নৌকা প্রতীকের দুটি নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।