হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ১ কোটি টাকা লুট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। 

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আ. মান্নান দেওয়ানের জালকুড়ি তালতলা দেওয়ান মঞ্জিলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার জানায়, ১২-১৩ জন ডাকাত রাত প্রায় ৪টায় নবনির্মিত বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে পুরোনো ভবনের দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের বড় ছেলে মুন্না দেওয়ানকে হাত ও মুখ বেঁধে সবাইকে জিম্মি করে ঘরের আলমারিতে রাখা ৭০ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতের দল বাড়ির গৃহকর্তা রাশিদা দেওয়ানের ঘরে প্রবেশ করে। ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়। 

হাজী রাশিদা দেওয়ান বলেন, ‘ফজরের আজানের আগে আমি সাহরি খাওয়ার জন্য তৈরি হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে বসি। এ সময় আমার ছেলে মুন্নাকে দিয়ে ডাকাতদল ডেকে আমার দরজা খুলতে বলে। ছেলের শরীরটা ভালো না, তাই হয়তো এত রাতে আমাকে ডাকছে এটা মনে করে দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে ছয়-সাত জনের দল রুমে ঢুকে আমার আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান