হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ১ কোটি টাকা লুট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। 

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আ. মান্নান দেওয়ানের জালকুড়ি তালতলা দেওয়ান মঞ্জিলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার জানায়, ১২-১৩ জন ডাকাত রাত প্রায় ৪টায় নবনির্মিত বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে পুরোনো ভবনের দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের বড় ছেলে মুন্না দেওয়ানকে হাত ও মুখ বেঁধে সবাইকে জিম্মি করে ঘরের আলমারিতে রাখা ৭০ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতের দল বাড়ির গৃহকর্তা রাশিদা দেওয়ানের ঘরে প্রবেশ করে। ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়। 

হাজী রাশিদা দেওয়ান বলেন, ‘ফজরের আজানের আগে আমি সাহরি খাওয়ার জন্য তৈরি হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে বসি। এ সময় আমার ছেলে মুন্নাকে দিয়ে ডাকাতদল ডেকে আমার দরজা খুলতে বলে। ছেলের শরীরটা ভালো না, তাই হয়তো এত রাতে আমাকে ডাকছে এটা মনে করে দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে ছয়-সাত জনের দল রুমে ঢুকে আমার আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে