হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতা বিপ্লব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে দুরন্ত বিপ্লবের বিচরণ ছিল। জনসাধারণের কাছে একজন কৃষিবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিপ্লবের গ্রহণযোগ্যতা ছিল। আমরা চাই এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’

নাটক ও নাটকতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক বলেন, ‘দুরন্ত বিপ্লব আমাদের বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র। পাশাপাশি সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কেরানীগঞ্জের একটি নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব