হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতা বিপ্লব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে দুরন্ত বিপ্লবের বিচরণ ছিল। জনসাধারণের কাছে একজন কৃষিবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিপ্লবের গ্রহণযোগ্যতা ছিল। আমরা চাই এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’

নাটক ও নাটকতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক বলেন, ‘দুরন্ত বিপ্লব আমাদের বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র। পাশাপাশি সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কেরানীগঞ্জের একটি নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক