হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতা বিপ্লব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে দুরন্ত বিপ্লবের বিচরণ ছিল। জনসাধারণের কাছে একজন কৃষিবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিপ্লবের গ্রহণযোগ্যতা ছিল। আমরা চাই এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’

নাটক ও নাটকতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক বলেন, ‘দুরন্ত বিপ্লব আমাদের বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র। পাশাপাশি সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ও বিক্ষুব্ধ। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কেরানীগঞ্জের একটি নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন