হোম > সারা দেশ > গাজীপুর

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাসদস্যরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে উঠিয়ে দেন।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতন, চলতি মে মাসের বেতন ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) এবং ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি, বরং তারা কারখানা থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, কারখানা মালিক কারখানার মালামাল, মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তাই পালাক্রমে শ্রমিকেরা কারখানাটি পাহাড়া দিচ্ছেন।

কারখানার মালিক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান