হোম > সারা দেশ > ঢাকা

দুর্ঘটনার পর হোস্টেল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছেন অভিভাবকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার রাত থেকে হোস্টেল থেকে শিক্ষার্থীদের নিয়ে যেতে দেখা যায় অভিভাবক ও স্বজনদের। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর আতঙ্কে পড়েছেন অভিভাবকেরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির চারটি হোস্টেলে থাকা আবাসিক শিক্ষার্থীদের স্বজনেরা নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। যাদের পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন না, তারাও আশ্রয় নিচ্ছে আত্মীয়স্বজনের বাসায়। আজ সোমবার রাত থেকে হোস্টেল থেকে শিক্ষার্থীদের নিয়ে যেতে দেখা যায় অভিভাবক ও স্বজনদের।

প্রতিষ্ঠানটির চারটি হোস্টেলে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শিক্ষার্থী থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিদুল ইসলাম সৈকত জানায়, তার বাড়ি রাজবাড়ীতে। বিমান দুর্ঘটনার পর সারা দিন সে উদ্ধারকাজে অংশ নেয়। তবে তার পরিবার চায়নি, দুর্ঘটনার পর সে হোস্টেলে থাকুক। ফলে এখন সে তার মামা সাগরের বাসায় যাচ্ছে। তার মামার বাসা উত্তরা লেকপাড় এলাকায়। নাবিদুল মাইলস্টোন কলেজের হোস্টেল-৪-এর ৫০১ নম্বর কক্ষে থাকত।

শুধু নাবিদুলই নয়, ব্যাগপত্র গুছিয়ে হোস্টেল ত্যাগ করতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকে। এর আগে আজ বেলা ১টার দিকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৭১ জন। আহত ব্যক্তিদের অধিকাংশই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

আরও খবর পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন