কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে পরিবারের লোকজনের সঙ্গে বেড়াতে এসে পানিতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মো. হিমেল (২৬)। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
স্বজনেরা জানান, আজ বুধবার বিকেলে নিখোঁজ হিমেল ও তাঁর পরিবারের ১৫-২০ জন জেলার করিমগঞ্জের বালিখলা ট্রলার ঘাট থেকে ভাড়া ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিঠামইনের হাসনপুর ব্রিজের কাছে ট্রলার থেকে নেমে গোসল করতে পানিতে নামেন নিখোঁজ হিমেল ও তার দুই বন্ধু। দুই বন্ধু পাড়ে উঠলেও পানির প্রবল স্রোতে ভেসে যান হিমেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। রাতের আঁধার ও হাওরে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।