হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই মাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের সুলাইমান বিপ্লব (১৪) নামের এক মাদ্রাসাছাত্র প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর সুলাইমানকে না পেয়ে উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় ওই ছাত্রের মা ফরিদা আক্তার গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সুলাইমান কিশোরগঞ্জ জেলা শহরের সতাল তারাপাশা কওমি মাদ্রাসার ছাত্র। জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার দুলাল মিয়ার ছেলে সুলাইমান। 

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি বেলা ১১টার দিকে মাদ্রাসার কাউকে কিছু না বলে সুলাইমান নিরুদ্দেশ হয়। খবর পেয়ে স্বজনেরা এসে মাদ্রাসার আশপাশ, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। 

সুলাইমানের মা ফরিদা আক্তার বলেন, ‘বিভিন্ন জায়গায় খুঁজেও ছেলের সন্ধান পাইনি। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। পুলিশ ও প্রশাসনের কাছি দাবি জানাই, তারা যেন আমার ছেলেকে খুঁজে দেয়।’ 

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বলেন, ‘দেশের অন্যান্য থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল