হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুদিনে বিএনপির ৯ নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে গত দুই দিনে বিএনপির অন্তত ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোম ও মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, গত দুদিনে আরও ৯ জনকে আটক করা হয়েছে। মামলার ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

চাইলাউ মারমা আরও বলেন, গত সোমবার রাতে আটক নেতা-কর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর গতকাল মঙ্গলবার আটক নেতা-কর্মীদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শেখ জামাল, রূপগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন।

আগের দিন সোমবার গ্রেপ্তার হন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিপন সিকদার, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ফতুল্লা থানা যুবদলের নেতা দেলোয়ার হোসেন নয়ন ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের নেতা মুকুল ইসলাম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, গত দুই রাতে বিএনপির মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে এনে থানায় মামলায় জড়ানো হচ্ছে। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’