হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুদিনে বিএনপির ৯ নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে গত দুই দিনে বিএনপির অন্তত ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোম ও মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, গত দুদিনে আরও ৯ জনকে আটক করা হয়েছে। মামলার ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

চাইলাউ মারমা আরও বলেন, গত সোমবার রাতে আটক নেতা-কর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর গতকাল মঙ্গলবার আটক নেতা-কর্মীদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শেখ জামাল, রূপগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন।

আগের দিন সোমবার গ্রেপ্তার হন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিপন সিকদার, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ফতুল্লা থানা যুবদলের নেতা দেলোয়ার হোসেন নয়ন ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের নেতা মুকুল ইসলাম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, গত দুই রাতে বিএনপির মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে এনে থানায় মামলায় জড়ানো হচ্ছে। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির