হোম > সারা দেশ > ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা

টাঙ্গাইল প্রতিনিধি 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এই ব্যাংক চালু হলে গ্রামে-গঞ্জে দাদন ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে ইলিশের দাম কমে যাবে।

তিনি আরও বলেন, সারা বছর সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যের এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে।

আজ শনিবার (১ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।

এ সময় উপদেষ্টা ফরিদা আখতার শুক্রবার বিকেলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও শুভ কামনা জানান।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না! কৃষিজমিতে যে কীটনাশক দেওয়া হয়, সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন, তাঁদের খেয়াল রাখা উচিত—যেন ওই খামারের আশপাশে কেউ জমিতে যেন কীটনাশক দিতে না পারে।’ এ জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে অবহিত করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল