হোম > সারা দেশ > নরসিংদী

বিদ্যুতায়িত হয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন (১১) বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যায় আনোয়ার। 

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। শিশু আনোয়ারের বাড়ি চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে। আনোয়ার হোসেন হাফিজপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সে ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। 

পরিবার বলছে, গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে একটি ডাল কাটতে গাছে ওঠে আনোয়ার। সেখানে গাছের সঙ্গে লাগোয়া বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয় সে। প্রথমে গাছ থেকে ছিটকে বাড়ির টিনের চালের ওপর পড়ে, সেখান থেকে সে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। আনোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। 

হাফিজপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুশফিকুর রহমান শিশু আনোয়ারের পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আজ বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ আনার ব্যবস্থা হচ্ছে।’ 

চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিশুটির মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।’ 

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল আলমের কাছে জানতে চাইলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। 

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক