হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সাহিদুল হাসান ওরফে জিতু (২৩), যিনি পেশায় দিনমজুর ছিলেন।

গতকাল বুধবার বিকেলে কল্যাণপুরের পাইকপাড়া ঈশা খাঁ সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাহিদুলকে উদ্ধার করা হয়। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাহিদুলের পূর্বপরিচিত মো. সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একাধিকবার ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, মৃত্যুর আগে সাহিদুল তাঁর স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাব্বির তাঁকে ফোন করে বিরোধ মীমাংসার কথা বলে নির্মাণাধীন ভবনের সামনে আসতে বলেন। সাহিদুল সেখানে গেলে তাঁকে সপ্তম তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ব্যক্তি ছিলেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা মিলে সাহিদুলকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ আরও জানায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তার সাব্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই