হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে সড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার বিকেল ৩টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ভ্রাম্যমাণ আদালত বাসকে জরিমানা করায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকেরা। আজ বুধবার বিকেল ৩টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়ক ছাড়েন তাঁরা।

প্রায় আড়ায় ঘণ্টার অবরোধে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রী সাধারণ।

এর আগে ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে বিকেল ৫টায় এক পোস্টে উল্লেখ করা হয়, খিলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশ কর্তৃক বাসের বিরুদ্ধে মামলা দেওয়াকে কেন্দ্র করে মহাখালী টার্মিনাল এরিয়ায় পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকেরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলমান রয়েছে।

জানা যায়, প্রায় তিন শতাধিক শ্রমিক বিকেল তিনটার দিকে মহাখালীতে সড়ক অবরোধ করে। অপ্রয়োজনে মামলা ও হয়রানির অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় আড়াই ঘণ্টা সড়ক বন্ধ করে আন্দোলন করে পরিবহন শ্রমিকেরা।

এদিকে এই ঘটনার পর বিকেল থেকে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকায় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। এতে এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে এসব পথে চলাচল করা মানুষ। সন্ধ্যা পর্যন্ত এসব সড়কে যানচলাচল ছিল ধীরগতি।

যানজটে আটকে থাকা ব্যক্তিরা জানান, কোনো কিছু হলেই সড়ক অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। ব্যস্ততম একটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে আন্দোলন করছে অনেকে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। জরুরি কাজে বের হয়েও অবরোধের কারণে গন্তব্যে যাওয়া যাচ্ছে না।

ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় তিন শতাধিক শ্রমিক সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করে। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল বন্ধ হয়ে যায়ও মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাছে করছে পুলিশ।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ