হোম > সারা দেশ > ঢাকা

ভুয়া টিকিটে বিমানে ওঠার সময় ধরা পড়লেন ব্রাহ্মণবাড়িয়ার আমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার চেষ্টা করার সময় ধরা পড়েছেন। আজ সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইটে (বিজি ৪৩৭) ওঠার চেষ্টা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা আমান।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে কক্সবাজারগামী বিজি ৪৩৭ ফ্লাইটের শিডিউল ছিল। আমান প্রথমে টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার করেন। বোর্ডিং পাস না নিয়ে তিনি দ্বিতীয় ধাপও পার হয়ে যান। বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কোনো কার্ড দেখাতে পারেননি। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা অফিসে নিয়ে যান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) অভ্যন্তরীণ টার্মিনালে একজন আটক হয়েছেন। তাঁর নাম আমান। তিনি ভুয়া বোর্ডিং পাস, টিকিট এবং পাসপোর্ট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজারগামী একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করেছিলেন। তাঁকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬