হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নিম্ন জলাভূমিবেষ্টিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ এর আশপাশের উপজেলায় ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক অবস্থায় ২৫ হাত লম্বা ও তিন হাত চওড়া ২০০ কচুরিপানার ভাসমান বেড তৈরি করেছি। এই উপজেলায় আরও ভাসমান বেড তৈরি করা হবে।’

এ বিষয়ে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, যেখানে পানি আছে, ‘কচুরিপানায় ভরপুর এবং ধান লাগানো সম্ভব নয়, সেখানেই আমরা ভাসমান বেডে সবজি চাষ করছি। এরই মধ্যে আমরা ২০০ বেডে লাউ, কুমড়া, কচু, ঢ্যাঁড়স, লালশাকসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছি। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আরও বেড তৈরি করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা এই ভাসমান বেডে সবজি চাষের জন্য এলাকার দরিদ্র-ভূমিহীনদের কাজে লাগাব। এই ভাসমান বেডে সবজি চাষ করে তাঁরা স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি।’

প্রকল্প পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাসসহ ওই সব এলাকার কৃষক-কিষানিরা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির