নারায়ণগঞ্জে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নাশকতার একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেনের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি শফি মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন।
মহানগর বিএনপির আহ্বায়ক ও আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর বিএনপি নেতা-কর্মীদের নামে দায়ের করা নাশকতার গায়েবি মামলার শুনানি ছিল আজ। মামলার ১৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত পাঁচজনের জামিন বাতিল করে বাকিদের জামিন মঞ্জুর করেছেন।