প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চান বলে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তিনি কোনো বিভাজন করতে চান না। তিনি কোনো বিভক্তি চান না। এ বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময়ে যেমন ঐক্যবদ্ধ ছিলাম; সেই ঐক্যকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে চান।
আজ রোববার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত দুস্থদের মাঝে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।
সব ধর্ম বর্ণের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে ৩২ হাজারের ওপরে পূজা মণ্ডপে সারা দেশে পূজা হচ্ছে। এত আনন্দ, এত বর্ণিল, এত উচ্ছ্বাস-এটা শুধু হয়েছে সম্প্রীতির কারণে। আমরা বিভাজন নয়, বিভক্তি নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে দেশ স্বাধীন করেছি, সেভাবেই চলব।
উৎসাহ উদ্দীপনায় সারা দেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে মন্তব্য করে নৌ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্ণিলভাবে সেজে গেছে। গ্রাম ও শহরের মানুষ পূজার সঙ্গে মিশে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তাঁর যে দৃঢ়তা ও সাহস-সে জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি না থাকলে এই যে সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা কোথায় গিয়ে দাঁড়াত আমরা জানি না।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল।