হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আসামি ধরতে গিয়ে সংঘর্ষ: র‍্যাবের মামলায় গুলিতে নিহত বৃদ্ধের ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক আসামি ধরতে গিয়ে র‍্যাবের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় সংঘর্ষের সময় গুলিতে নিহত আবুল কাসেমের ছেলে নজরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এ মামলায় ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। পুরো এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।

এর আগে শুক্রবার রাতে উপজেলার বরগাঁও চেয়ারম্যানপাড়ায় র‍্যাবের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ঘটনা ঘটে। গতকাল শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন র‍্যাব-১১ এর উপসহকারী পরিচালক নাসির উদ্দিন।

এদিকে গ্রামবাসীদের বিরুদ্ধে র‍্যাবের মামলা হওয়ার পর পুরো গ্রাম জুড়ে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রামের অধিকাংশ বাসিন্দা হতদরিদ্র কুটির শিল্প ও জামদানি শাড়ি বুনে নারী-পুরুষ জীবিকা নির্বাহ করেন। গত দুদিন ধরে গ্রামের কুটির শিল্প ও জামদানি শাড়ি বোনা বন্ধ রয়েছে।

স্থানীয় তাসলিমা ও বিলকিস বেগমসহ একাধিক এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত ৩টার দিকে দ্বিতীয় দফা র‍্যাব সদস্যরা এলাকার প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে নিহত আবুল কাসেমের ছেলে নজরুল, নাতি শ্রাবন এবং আরও স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠসহ ২০ থেকে ২৫ জনকে আটক করে নিয়ে যান। পরে শনিবার সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ও ইউপি সদস্যের জিম্মায় নিহত ছেলে নজরুলসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে অন্যান্যদের ছেড়ে দেয়। পুরো গ্রাম গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে। তাঁদের গ্রামের অধিকাংশ নারী-পুরুষ কুটির শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাজ করতে না পেরে সন্তানদের নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করছেন বলে জানান তাঁরা।

নিহত আবুল কাশেমের স্ত্রী রমিজা বেগম বলেন, ‘আমার স্বামীকে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকধারী লোক গুলি করে হত্যা করেছে। চার ছেলে ও এক মেয়ে নিয়ে এখন আমরা কী করব? সংসারের ভরণপোষণ চালাবে কে? আমার বড় ছেলে নজরুল ইসলাম তার মরদেহটি পর্যন্ত দেখতে পেল না। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।’

নিহত আবুল কাসেমের ছেলে দীন ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে ময়নাতদন্ত শেষে আমার বাবার লাশ স্থানীয় বরগাঁও কবরস্থানে দাফন করা হয়েছে। আমাদের পুরো পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।’

এ বিষয়ে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা বলেন, ‘এক নারীর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় প্রধান সন্দেহজনক আসামি সেলিমকে বরগাঁও গ্রাম থেকে আটক করে নিয়ে আসার সময় গ্রামবাসীরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা বাধা দেওয়ায় স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালায়। এ ঘটনায় র‍্যাবের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২১ জন গ্রামবাসীর নামে মামলা করা হয়েছে।’

সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির রব্বানী বলেন, ‘র‍্যাব-১১ বাদী হয়ে গ্রামবাসীদের ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় গত শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে আটক হওয়া নিহত আবুল কাসেমের ছেলে নজরুল, সেলিম মিয়া, হযরত আলী, জাহাঙ্গীর ও আমানুল্লাহ নামে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে সোনারগাঁ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘মামলায় র‌্যাব উল্লেখ করেছে—হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয় তারা। ওই সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আত্মরক্ষার্থে গুলি ছোড়ে র‌্যাব। এ ঘটনার পর সেখানে একজন গুলিবিদ্ধ বৃদ্ধ মারা যান। এতে আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানতে পারে র‌্যাব। মামলায় র‌্যাব তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ করেছে।’

উল্লেখ্য, উপজেলার গজারিয়াপাড়া এলাকায় রোজিনা আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামের একজন আসামিকে গ্রেপ্তার করতে সাদা পোশাকে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় গ্রামের কুটির শিল্প কারিগর আবুল কাশেমের (৬৮) পেটে গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গ্রামবাসীরা তাঁকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় পল্লি চিকিৎসক হুমায়ুন কবির।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই