হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে অটোরিকশার ধাক্কায় সবজিবিক্রেতা নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর চকবাজার আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মোরশেদ আলম (৪০) নামের এক সবজিবিক্রেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলীঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই ব্যক্তি। এ সময় ওই রাস্তা দিয়ে শাহ আলম নামে এক অটোচালক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অটোরিকশার পেছনে মোটরসাইকেল চালিয়ে একজন ট্রাফিক সার্জেন্ট আসছিলেন। অটোচালক ভেবেছিলেন হয়তো তাঁর গাড়ি আটকাতে আসছেন। এজন্য তিনি তাড়াহুড়া করে গাড়ি চালাতে থাকেন। এ সময় আলীঘাট মোড়ে পথচারী মোরশেদের ওপর দিয়ে গাড়িটি উঠিয়ে দেন তিনি। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিকে ওই চালকের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, চালক শাহ আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। 

এদিকে নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। মোরশেদ স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে চকবাজার আলীঘাট এলাকায় থাকতেন। কাঁচামালের ব্যবসা করতেন তিনি।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ