হোম > সারা দেশ > ঢাকা

সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’

শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’ 

রাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন