রাজধানীর উত্তরা থেকে ৫১৬ বোতল বিদেশি মদসহ মো. ইউসুফ মাতুব্বর (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী ইউসুফ মাতুব্বর পটুয়াখালী জেলার আনোয়ার মাতুব্বরের ছেলে।
উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ২৬ নম্বর বাসার সামনে থেকে আজ বৃহস্পতিবার ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যারিবয় গাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মাদক পরিবহনের ব্যবহৃত একটি ক্যারিবয় গাড়িসহ মাদক ব্যবসায়ী ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।’
সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।