হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্কলারশিপে গিয়েছিলেন জার্মানি, ছুটিতে বাড়িতে এসে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সঙ্গে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আল ইসলাম (৩০)। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। 

আল ইসলাম ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আলাউদ্দিনের ছেলে। তাঁর বাড়ি শহরের চন্ডিবের গ্রামে। তিন বছর আগে স্কলারশিপ নিয়ে তিনি পড়াশোনার জন্য জার্মানিতে গিয়েছিলেন। ঈদের ছুটি পেয়ে আসেন বাড়িতে। 

ভৈরব নৌ-পুলিশ ইউনিটের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরির মাধ্যমে উদ্ধার অভিযানের ৪০ মিনিট পর ওই যুবককে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

স্বজনেরা বলেন, ‘আল ইসলাম তিন বছর আগে স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়াশোনা করতে যান। গত ৮ এপ্রিল জার্মানি থেকে তিনি ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন। আজ রাতে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। পরে নৌ-পুলিশকে খবর দিলে তাঁরা এসে আল ইসলামকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আল ইসলাম ভৈরবের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। কাকলী খেলাঘর আসর, প্রথম আলো বন্ধুসভা, হিমু পরিবহন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ ও বিভিন্ন রক্তদান সংগঠনে তিনি সক্রিয় ছিলেন। 

আল ইসলামের মৃত্যুর খবরে তাঁর পরিবার, স্বজন, বন্ধুমহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই