হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিনজন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার ফতুল্লার তল্লা বড় মসজিদসংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে ভোররাতে সেহরি গরম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—দিনমজুর হারুন অর রশিদ (৬০), তাঁর স্ত্রী গৃহিণী কমলা বেগম (৪৫) ও মেয়ে কলেজশিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।

হারুন অর রশিদ জানান, তাঁরা তল্লার এক টিনশেড বাসায় ভাড়া থাকেন। সেহরির সময় হলে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে খাবার গরম করতে রান্নাঘরে যান। এর পরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর সারা শরীরে আগুন জ্বলছে। পাশের জিনিসপত্রেও আগুন। তখন তিনি ও তাঁর মেয়ে হাত দিয়ে কমলা বেগমের শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

তিনি আরও জানান, তাঁরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। অটো গ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কমলা বেগমের শ্বাসনালিসহ শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া বাকি দুজনের শরীরে আগুন নেভাতে গিয়ে হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কমলা বেগমকে এইচডিইউতে রাখা হয়েছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩