হোম > সারা দেশ > ঢাকা

সাভারে জানালা ভেঙে পালাল আওয়ামী লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার (ঢাকা) 

জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে ভবানীপুর ভোট কেন্দ্রে যান। একপর্যায়ে সাঈদুর রহমানের সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে সিল মারতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বাধা দেন। এ সময় সাঈদুর রহমানের সমর্থকেরা ঘুষি মেরে প্রিসাইডিং কর্মকর্তার নাক ফাটিয়ে দেন। খবর পেয়ে সাঈদুর রহমানসহ তাঁর সমর্থকদের অবরুদ্ধ করে রাখে জনতা। পরিস্থিতি বেগতিক দেখে জানালা ভেঙে পালিয়ে যান সাঈদুর রহমান। 

জানতে চাইলে সাঈদুর রহমান বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেইখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ওপর হামলা করতে চাইলে আমি প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেই। পরে ওই কক্ষের দরজা ভেঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সহায়তায় জানালার ভেঙে পালাতে বাধ্য হই।’ 

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ বলেন, ‘ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিসাইডিং কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার