নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী শামীম ওরফে শুটার শামীমের বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তাঁকে বাড়িতে পাওয়া না গেলেও সেখান থেকে একটি রিভলবার, ৩টি গুলি, নগদ টাকা ও চেক উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পূর্বাচল আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের কায়েতপাড়া চনপাড়া এলাকায় শুটার শামীমের (৩৬) বাড়িতে গতকাল রাতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাঁকে পাওয়া যায়নি।
অভিযানে শীর্ষ সন্ত্রাসীকে পাওয়া না গেলেও তাঁর একটি রিভলবার, ৩টি তাজা গুলি, ৩০ লাখ টাকার চেক, একটি ব্যক্তিগত পাসপোর্ট, ট্রেড লাইসেন্স ও ১ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। এসব রূপগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।