হোম > সারা দেশ > ঢাকা

সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লালমনিরহাটের কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। আজ শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এর জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেন বক্তারা। 

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, 'ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা করছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। তাই সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।' 

দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই উল্লেখ করে ইরান বলেন, 'সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। শেখ হাসিনার পুতুল সরকার এই অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তা, টিপাইমুখ সমস্যার সমাধান হয়নি। দেশে কথা বলার কোনো পরিবেশ নেই। আর এই সরকার রাতের ভোটের সরকার, তাই এরা জনগণের কোনো কথাই শোনে না।' 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে ইরান বলেন, 'সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতাবিরোধী হত্যাকাণ্ড। বিএসএফের সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব নয়। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে।' 

লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরল ইসলাম প্রমুখ।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ