সোহাগ হত্যায় জড়িতরা যত ক্ষমতাশালীই হোক না কেন, আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিটফোর্ডের ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, যত বড় ক্ষমতাশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও জানান, ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের একটি অংশ মাত্র। নির্বাচন কমিশন আছে, তারা নির্বাচন করবে। প্রার্থীদের একটা বড় ভূমিকা রয়েছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।