হোম > সারা দেশ > ঢাকা

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ আনোয়ার উল্লাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ও রুকন ছিলেন। তিনি পেশায় হোমিও চিকিৎসক। শেরেবাংলা নগর থানার রাজাবাজার এলাকায় বাসায় স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জামায়াত নেতা তাঁর স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসার দোতলার ওই ফ্ল্যাটে একদল চোর জানালার গ্রিল কেটে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আনোয়ার ও তাঁর স্ত্রীকে জিম্মি করে হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধে। এরপর বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে আনোয়ারের স্ত্রী কাপড়ের বাঁধন খুলে একই বাসায় তৃতীয় তলায় থাকা তাঁর মেয়ের জামাইকে মোবাইল ফোনে কল দিয়ে ঘটনাটি জানান। তাঁর জামাই গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় জামায়াত নেতাকে অচেতন অবস্থায় দেখে বাসার কাছে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, চুরি করতে এসে চোর তাঁর (আনোয়ার) মুখ কাপড় দিয়ে বেঁধে রাখলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ স্কয়ার হাসপাতালে রয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব